Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আপনি কি নতুন জাতীয় পরিচয় পত্র চান ?

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যিনি বাংলাদেশের নাগরিক কিন্তু এখনও নিবন্ধিত হননি, আপনার বয়স যদি ১৮ বছর বা বেশি হয়ে থাকে কিন্তু এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি তাহলে Online (//services.nidw.gov.bd/nid-pub/register-account ) এ ফরম পূরণ করে আপনার সিডিউল মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে বায়োমেট্রিক প্রদান করুন। বায়োমেট্রিক প্রদানের সময় আপনার কিছু সংযুক্ত কাগজ পত্র প্রয়োজন হবে, যা নিন্মরুপ-

• অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি
• অঙ্গীকার নামা (ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে)
• অনলাইন জন্ম সনদ এর সত্যায়িত কপি অথবা জন্ম সনদ যাচাই কপি।
• পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / টি.আই.এন
• ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ – (ঐ এলাকায় সচরাচর বসবাস করেন এরুপ কোন প্রমান)
• নাগরিকত্বের সনদ
• বাবা, মা, স্বামী/ স্ত্রীর আই.ডি কার্ডের কপি(প্রযোজ্য ক্ষেত্রে)

• রক্ত পরীক্ষার রিপোর্ট।